নতুন ঝামেলায় পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শকের ফোন ভেঙে ফেলার ঘটনায় সিআর সেভেনকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এই নিষেধাজ্ঞা তার বিশ্বকাপ মিশনে কোনো প্রভাব ফেলবে না।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারার পর এক দর্শকের ফোন ভেঙে দিয়ে সমালোচনার মুখে পড়েন রোনালদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ওই ঘটনার পর দুঃখ প্রকাশ করেন সিআর সেভেন। কিন্তু তাতে বিপদ কাটেনি। লম্বা সময় ধরে ওই ঘটনার তদন্ত শেষে বুধবার রোনালদোকে শাস্তি দেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
ওই ঘটনার তদন্তের দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার রোনালদোকে শাস্তি দেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডকে ৫০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়।
ইউএইচ/
Leave a reply