পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটার বার্তায় এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজের সাংবিধানিক ক্ষমতা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর আলজাজিরার।
খবরে বলা হয়েছে, সেনাপ্রধানের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। দু’জনের নিয়োগের সুপারিশের সংক্ষিপ্তসার ইতোমধ্যে প্রেসিডেন্ট দফতরে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। ফলে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির।
এএআর/
Leave a reply