কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। খেলার শুরুতে নিজেদের সেরাটা না দিতে পারার আক্ষেপ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঘোচায় সুইজারল্যান্ড।
খেলার ৪৮ মিনিটের মাথায় ব্রেল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।
দুই দলই মুহুর্মুহু আক্রমণ করেছে পুরো ম্যাচ জুড়েই। ডিফেন্স নামক বাধা অনেকবার পাড় হয়েও গোল প্রাচীরে আটকে যায় দুই দলের স্ট্রাইকাররা। গোলের সামনে গিয়ে হয় খেই হারিয়ে ফেলে না হয় গোলপোস্টের অতন্দ্র প্রহরীর নিকট আটকে যায় বল। যদিও সুইজারল্যান্ডের থেকে ক্যামেরুন বেশি আক্রমণ করেছে, তবুও শেষ হাসিটা হাসলো সুইজারল্যান্ড। অন টার্গেটে ক্যামেরুন শট নিয়েছে ৫টি আর সুইজারল্যান্ড ৩টি।
শুধু আক্রমণেই না বল নিয়ন্ত্রণেও সুইজারল্যান্ডের থেকে এগিয়ে ছিল ক্যামেরুন। ক্যামেরুনের নিয়ন্ত্রণে যখন ৫১ শতাংশ বল তখন সুইজারল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল ৪৯ শতাংশ বল। সবকিছুতে এগিয়ে থেকেও শেষ হাসিটা হাসতে পারলো না ক্যামেরুন। প্রথম ম্যাচে ১-০ ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় আফ্রিকার অদম্য সিংহদের।
/এনএএস
Leave a reply