‘সিসটো’কে আরও শক্তিশালী করার ঘোষণা পুতিনের

|

ছবি: সংগৃহীত

রুশ নেতৃত্বাধীন সামরিক জোট সিসটো’কে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্মেনিয়ায় অনুষ্ঠিত এ জোটের বৈঠকে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

এ সময় পুতিন বলেন, আঞ্চলিক নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব সিসটো জোটের। ৬ সদস্য বিশিষ্ঠ সামরিক জোটটির বিভিন্ন সংকটের কথাও তুলে ধরেন পুতিন।

বৈঠকে জোটের সমালোচনা করেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিয়ান। তিনি বলেন, আর্মেনিয়ার ভূখণ্ডে আজারবাইজান আগ্রাসন চালালেও, কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি জোটের পক্ষ থেকে।

প্রসঙ্গত, রাশিয়া নেতৃত্বাধীন এ জোটে রয়েছে আর্মেনিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply