Site icon Jamuna Television

পর্তুগাল-ঘানার সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়তে যাচ্ছে পর্তুগাল ও ঘানা। বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামবে এই দুই দল।

বিশ্ব মঞ্চে এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ। বিশ্বকাপে এই নিয়ে টানা ৬ আসরে খেলছে পর্তুগাল। আগের পাঁচবারের মধ্যে তারা তিনবার খেলেছে নকআউট পর্বে।

চতুর্থবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ঘানা। টানা তিনটি আসরে খেলেছিল দলটি। বিশ্বকাপে এর আগেও পরস্পরের মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ঘানা। ২০১৪ সালের ওই লড়াইয়ে শেষ হাসি হেসেছিল ইউরোপের দলটি।

পর্তুগালের সুপারস্টার ৩৭ বছর বয়সী রোনালদোর এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবে সবার নজর থাকবে ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়ের ওপর। সাম্প্রতিক সময়ে ক্লাবের হয়ে খানিকটা অফ ফর্মে আছেন এই তারকা। তবে সকলের আশা বিশ্বকাপে জ্বলে উঠবেন এই তারকা।

পর্তুগালের সম্ভাব্য একাদশ: কোস্তা, ক্যানসেলো, পেপে, দিয়াজ, নেভেস, গুয়েরিও, কারভালহো, ফার্নান্দেস, বি সিল্ভা, রোনালদো ও লিয়াও।

ঘানার সম্ভাব্য একাদশ: আতি জিগি, ল্যাম্পতে, আমারতে, জিকু, বাবা, পারতে, আবদুল সামাদ, সুলেমান, কুদুস, আওয়ে ও উইলিয়ামস।

/এনএএস

Exit mobile version