সৌদি আরবের কাছে পরাজয়ের পর ঘুরে দাড়ানোর প্রত্যয়ে কঠোর অনুশীলনে ব্যস্ত লিওনেল স্কালোনির দল। মেক্সিকো ম্যাচের আগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন আলবিসেলেস্তারা। দলের সাথে নিজেকেও প্রস্তুত করছেন আর্জেন্টাইন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। নিজেদের প্রথম ম্যাচের ট্রাজেডি ভুলে মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে ক্ষত শুকাতে চায় আকাশি সাদারা।
সৌদি আরবের কাছে হারার পরের দিন থেকেই অনুশীলন করেছে আর্জেন্টিনা। তারা মেক্সিকোর বিপক্ষে তাদের বিশ্বকাপের গ্রুপ সি’র দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করেছে। তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে চাইলে তাদের ১৯৯০ সালের পূর্বসূরিদের লড়াইয়ের মনোভাবকে নিজেদের মধ্যে তৈরি করতে বলেছেন।
৩২ বছর আগে যখন আর্জেন্টিনা ইতালিতে ক্যামেরুনের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিলেন, সেবারও ফাইনালে পৌঁছেছিলো। সেই মনোভাব বজায় রেখেই প্রস্তুতি শুরু করেছে মেসি-ডি মারিয়ারা।
এছাড়াও, ২০১০ সালে প্রথম ম্যাচ হেরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেই মধুর স্মৃতি নিয়ে রোববার (২৭ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।
/আরআইএম
Leave a reply