ইংল্যান্ড দলে একাধিক ফুটবলারের চোট রয়েছে যা, নিয়ে উদ্বিগ্ন কোচ সাউথগেট। যদিও প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী থ্রি লায়ন্সরা। তবে, ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের গোড়ালির চোট ভাবাচ্ছে দলটিকে। চোটের কারণে অনুশীলনেও ছিলেন না এই তারকা খেলোয়াড়।
ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হ্যারি কেন। ফুলে যাওয়ায় স্ক্যান করাতে হয় তাকে। দলের অনুশীলনেও দেখা যায়নি হ্যারি কেনকে। ইরান ম্যাচের ৪৮ মিনিটে তাকে ট্যাকল করেন মোর্তেজা পৌরালিগঞ্জি। তখনই চোট পান ইংল্যান্ড অধিনায়ক। খেলতে সমস্যা হলেও মাঠেই ছিলেন তিনি। দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ৭৫ মিনিটে তাকে তুলে নেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
মেডিকেল পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তার খেলতে কোনও সমস্যা হবে না যদিও পায়ে এখনো ফোলা রয়েছে ইংলিশ অধিনায়কের। হ্যারি কেনের চোট নিয়ে দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলেন, আমার মনে হচ্ছে হ্যারি কেন ভালই আছে। সামান্য ব্যথা রয়েছে। তা ছাড়া কোনও সমস্যা নেই। কেন আমাদের দলের সেরা খেলোয়াড়। আমরা তাকে সাথে নিয়েই মাঠে নামার কথা ভাবছি।
ইংল্যান্ড দলে চোট আঘাতের সমস্যা আরও রয়েছে। হাঁটুর চোটের জন্য বুধবারও অনুশীলন করতে পারেননি মিডফিল্ডার জেমস ম্যাডিসন। শুক্রবার তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনিশ্চিত। যদিও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাসী গত বার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।
/আরআইএম
Leave a reply