সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ও মালিকরা। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, পুলিশের হয়রানি বন্ধ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। শ্রক্রবার সকাল ৬টায় শুরু হয়েছে ধর্মঘট। সড়কে দূরপাল্লার কোনো গণপরিবহন না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেঁটে কিংবা বিকল্প উপায়ে গন্তব্যস্থলে যাচ্ছেন তারা। এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের।
এদিকে, দাবি না মানলে সিলেট বিভাগের চার জেলার সব গণপরিবহন বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাস মালিক-শ্রমিকদের ডাকা এই পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, গাজীপুর ও সিলেট ছাড়াও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এএআর/
Leave a reply