ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মায়েদের সাথে দেখা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ নভেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
বিবৃতিতে ক্রেমলিন জানায়, রাশিয়ায় পালিত মা দিবস উপলক্ষে নভেম্বরের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মায়েদের সাথে দেখা করবেন। এদিন তিনি মায়েদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর পেশাদার সৈন্যদের সাথেও দেখা করবেন।
১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো এবং পশ্চিমাদের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে এই যুদ্ধে দু’পক্ষের কয়েক হাজার সৈন্য নিহত হয়েছে। তবে পুতিন বলছেন, ইউক্রেনে শুরু করা সামরিক অভিযানের বিষয়ে তার কোনো অনুশোচনা নেই।
এটিএম/
Leave a reply