রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে র্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মাল্টা রনি, বিল্লাল ও সাইজুদ্দিন।
শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-১১ উত্তরার একটি অভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর চনপাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযানে যান। এসময় সন্ত্রাসী বজলু ও সিটি শাহিনের নেতৃত্বে চার-পাঁচশ’ লোক র্যাবের ওপর হামলা করে। এতে কয়েকজন র্যাব সদস্য আহত হন। এছাড়া, র্যাবের গাড়িতেও ভাঙচুর চালায় হামলাকারীরা। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক রেজওয়ান সাইদ জিকু জানান, হামলার পর থেকে র্যাব-১১ চনপাড়া বস্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে শুক্রবার ভোরে অভিযুক্ত তিন সন্ত্রাসীর অবস্থান নিশ্চিতের পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এএআর/
Leave a reply