২৪ থেকে ৪৮ ঘণ্টা নেইমারের পরিস্থিতি মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান চিকিৎসক রদ্রিগো লাসমা।
সার্বিয়ার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে দুর্দান্ত জয়ের দিনে গোড়ালির চোটে বিশ্বকাপে অনিশ্চয়তায় পড়েন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র।
ম্যাচের ৮০ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর বেঞ্চে বসে কাঁদছিলেন পিএসজির এ তারকা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রদ্রিগো লাসমা জানান, আমরা বেঞ্চেই তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করেছি। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতি মূল্যায়ন করা হবে। আমরা অপেক্ষা করছি। আগেই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
নেইমারের চোট নিয়ে শঙ্কিত নন ব্রাজিলিয়ান কোচ তিতে। তার দাবি, নেইমার বিশ্বকাপে খেলবে।
এর আগে, ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের চোটে পড়ে শিরোপা থেকে ছিটকে যান নেইমার। এবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
/এনএএস
Leave a reply