ওয়েলসের পরাজয়ে ইংলিশদের উল্লাস

|

ছবি: সংগৃহীত

ইরানের সাথে ০-২ গোলের পরাজয়ে বিশ্বকাপ মিশনই শেষ হওয়ার উপক্রম হয়েছে ওয়েলসের। ইংল্যান্ডের সমর্থকেরা ওয়েলসের এই পরাজয় উদযাপন করছে রীতিমতো নেচে গেয়ে। যেন, জয় পেয়েছে হ্যারি কেইনরাই! অবশ্য গ্যারেথ সাউথগেটের দল শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতেই নামছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে।

ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে আক্রমণ করে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ওয়েলসকে চেপে ধরে ইরান। তবে গোলরক্ষক হেনেসির দক্ষতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইরান। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় সেই হেনেসি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ওয়েলস। আর সেই সুযোগটাকে কাজে লাগাতে একটুও ভুল করেনি ইরান। ম্যাচের ৯৮ মিনিটে চেশমি ও ১০১ মিনিটে রামিনের গোলে গ্যারেথ বেলের ওয়েলসকে হারিয়ে শেষ ষোলোয় আশা বাঁচিয়ে রাখে ইরান।

এতেই যেন আনন্দের উপলক্ষ্য খুঁজে পায় ইংলিশ সমর্থকেরা। পানশালায় লাল-সাদা জার্সিতে দলগতভাবে ঢুকে তারা সমস্বরে বলতে থাকে, ওয়েলস যেখানেই যাবে, সেখানেই নাস্তানাবুদ হবে!

অনলাইনেও দেখা গেছে ইংলিশ সমর্থকদের ওয়েলস নিয়ে কটাক্ষ। বেশ কিছু হ্যাশট্যাগ এরই মধ্যেই চলে গেছে টুইটারের ট্রেন্ডিং সেকশনে। একজন তো গ্যারেথ বেলকে খোঁচা মেরেই টুইটে লিখেছেন, ঘরে ফেরা, গলফ, ওয়েলস- এভাবেই সাজানো হবে ক্রম।

আরেকটি টুইটে বলা হয়, ইরানকে হারানো সবার দ্বারা সম্ভব না!

আরও পড়ুন: ‘বেলের উপর আর নির্ভর করা যাচ্ছে না’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply