চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াংয়ে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। খবর এনডিটিভি’র।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৭টা ৪৯ মিনিটের দিকে আঞ্চলিক রাজধানী উরুমশির একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাতের অল্প সময়ের মধ্যেই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে ১০ জন মারা যান এবং ৯ জন আহত হন। আহতদের শ্বাসনালী ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক মাল্টি-প্লাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে সোমবার দেশটির হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন মারা যায়।
এএআর/
Leave a reply