ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। অপরদিকে, এদিকে এই ম্যাচে জয়ের বিকল্প নেই যুক্তরাষ্ট্রের। কেননা, প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র।বিপরীতে, টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত করার মিশনে নামছে ইংলিশরা।
কাতারের আল বাইত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। মার্কিনিদের বাঁচা-মরার পরীক্ষা নিবে ইংলিশরা। ইনজুরির শঙ্কা থাকলেও শুরুর একদশে রয়েছেন অধিনায়ক হ্যারি কেন ও ডিফেন্ডার ম্যাগুয়ের।
সাউথগেটের অধীনে দুর্দান্ত ফর্মে আছে থ্রি লায়ন্সরা। কেন,সাকা, স্টার্লিংরা রয়েছেন দারুণ ছন্দে। অন্যদিকে পুলিসিচ,ডেস্টরা আসরে টিকে থাকার লক্ষ্যে নিজেদের মেলে ধরবেন।
ইংল্যান্ড একাদশ:
পিকফোর্ড (গোলরক্ষক), ট্রিপিয়ার, স্টোনস, ম্যাগুয়ের, লুক শ, রাইস, বিলিংহাম, মাউন্ট, স্টার্লিং, সাকা, হ্যারি কেন।
যুক্তরাষ্ট্র একাদশ:
টার্নার (গোলরক্ষক), ডেস্ট, জিম্মারম্যান, রেয়াম, রবিনসন, ম্যাককেন্নি, এডামস, মুসাহ, উইয়াহ, রাইট, পুলিসিচ।
/আরআইএম
Leave a reply