‘ডি’ গ্রুপের লড়াইয়ে কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তিউনিসিয়া। আল জানোব স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে তিউনিসিয়া। বাছাইপর্ব উতরে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলছে তারা। এবারের আসরে তাদের লক্ষ্য প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করা।
অপরদিকে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলের হার দিয়ে এবারের আসর শুরু করেছে অস্ট্রেলিয়া। ফলে টিকে থাকতে হলে পরের দু’টি ম্যাচে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়তে হবে অজিদের। শেষ দুই দেখায় ১টি জয় ও ১টিতে হার রয়েছে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: রায়ান, আটকিনসন, সৌত্তার, রোউলস, বেহিচ, মুই, লেকি, ইরভিন, ম্যাকগ্রি, গুডউইন ও ডিউক।
তিউনিসিয়ার সম্ভাব্য একাদশ: ডাহমেন, ব্রুম, মেরিয়াহ, টালবি, ড্রাগের, শাকিরি, লাইডউনি, আব্দি, খাজরি, জেবালি ও মাকনি।
/এনএএস
Leave a reply