মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেই ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলবেন মেসি

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আজ রাতে মাঠে নামলেই ম্যারাডোনার একটি রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে বেশি সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড ম্যারাডোনার। ১৯৮২ সালের বিশ্বপকাপে ৫ ম্যাচ, ১৯৮৬ সালের বিশ্বকাপে ৭ ম্যাচ, ১৯৯০ সালের বিশ্বকাপে ৭ ম্যাচ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে ২ ম্যাচ। মোট ২১ ম্যাচ খেলেছেন তিনি।

আর মেসি আর্জেন্টিনার হয়ে ২০তম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নেমেছিলেন। আজ মেক্সিকোর বিপক্ষে নামলে ম্যারাডোনার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। ২০০৬ সালে আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছেন ৩ ম্যাচ, ২০১০ সালে ৫ ম্যাচ, ২০১৪ সালে ৭ ম্যাচ, ২০১৮ সালে ৪ ম্যাচ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply