অঞ্জলি প্রদানের মাধ্যমে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু

|

আজ বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। সকালে দেবীকে স্নান করিয়ে অঞ্জলি প্রদান করে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন বর্ণিল উৎসবে।

মহাসপ্তমীতে রয়েছে বিহিত পূজাসহ নানা ধরনের আনুষ্ঠানিকতা। এছাড়া চণ্ডি ও মন্ত্র পাঠের মাধ্যমে পূজা-অর্চনা, দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে বর্ণিল উৎসবে মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা।

মহাসপ্তমী তিথিতে ষোলটি উপাদানে দেবীর পূজা করা হবে। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে চলবে আরতি। গতকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের দুর্গোৎসবের প্রথম দিনে গতকাল ষষ্ঠী তিথিতে দেবীর অধিষ্ঠান হয়। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির শব্দ এরইমধ্যে দেবী দুর্গার মর্ত্যে আগমনের কথা জানান দিয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply