সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি টহল ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তুরস্ক-সিরিয়া সীমান্তে উত্তেজনার মধ্যেই এমন খবর জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৫ নভেম্বর) গভীর রাতে আল শাদাদি ঘাঁটিতে ছোড়া হয় দুইটি রকেট। তৃতীয় আরেকটি রকেট অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে উত্তর-পূর্বাঞ্চলীয় ঘাঁটিটিতে।
ধারণা করা হচ্ছে, হামলার টার্গেট ছিল যৌথ কমান্ড। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। হামলার পেছনে কারা ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। ইস্তাম্বুলে বোমা হামলার জেরে সম্প্রতি উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে। সিরিয়া ও ইরাকে কুর্দি বিরোধী অভিযান জোরদার করেছে তুরস্ক।
/এমএন
Leave a reply