কীভাবে এই ফিরে আসা, জানালেন মেসি

|

ছবি: সংগৃহীত

অঘটনের শিকার হয়ে বিশ্বকাপ শুরুর পর মেক্সিকো ম্যাচ দিয়ে একদম নতুন যাত্রা চেয়েছিলেন লিওনেল মেসি। সৌদি আরবের সাথে হেরে বিশ্বকাপ স্বপ্ন প্রথমেই হোঁচট খাওয়ার পর এই টোটকাই কাজে লেগেছে বলা জানিয়েছেন আরও একবার আর্জেন্টিনার ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হওয়া এই ফুটবল জাদুকর। খবরটি প্রকাশ করেছে নাইনটি মিনিট ডটকম।

সৌদি আরবের সাথে পরাজয়ের পর কেবল জয়ই দরকার ছিল। সেই জয়টাই এলো। লুসাইল স্টেডিয়ামে রেকর্ড ৮৮ হাজার ৯৬৬ দর্শক আর দুনিয়াজোড়া কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপে যখন এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও আর্জেন্টিনাকে মনে হচ্ছিল মানসিকভাবে ঝিমিয়ে পড়া একটা দল; তখন আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে যার পারফরমেন্সের দিকে তাকিয়ে ছিল দুনিয়াজোড়া আলবিসেলেস্তে সমর্থকরা, সেই লিওনেল মেসিই জাগিয়ে তুললেন গোটা দলকে। দুর্দান্ত এক গোলের সাথে এনজো ফার্নান্দেজকে দিয়ে এক গোল করিয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে টিকিয়ে রাখলেন মেসি।

ম্যাচের পর লিওনেল মেসি বলেছেন, আমরা জানতাম যে, জিততে হবে। প্রথম ম্যাচের পরাজয় যথেষ্ট ভুগিয়েছে। এটা স্বাভাবিক। কারণ, পারফরমেন্সের সাথে অনেক কিছুই জড়িত। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে এমন খেলোয়াড়রা আছে, তাদের মানিয়ে নিতে সময় লাগতেই পারে। তাছাড়া সময় সূচিও ভিন্ন। এগুলোকে অজুহাত বানাচ্ছি না। কারণ, যেমন খেলা দরকার ছিল, তার কিছুই পারিনি সেই ম্যাচে। সেই সাথে, কয়েকটি মুহূর্তের ঘটনা আমাদের ম্যাচ হারিয়ে দেয়। ২-০ করেছিলাম আমরা; ম্যাচটা সম্পূর্ণ অন্যরকম হতে পারতো।

আরও পড়ুন: গোল করে এবং করিয়ে মেসি দেখালেন ‘আমি এখানে’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply