ইতালির ইসকিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ ১২

|

ভয়াবহ ভূমিধসের শিকার হয়েছে ইতালির ইসকিয়া দ্বীপ। দুই দফা ধসে বিধ্বস্ত গোটা অঞ্চল। নিখোঁজ কমপক্ষে ১২ জন। তাদের কেউ জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। টানা ভারী বৃষ্টির কারণেই সৃষ্টি হয়েছে ভূমিধস। খবর এপির।

কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় প্রথমদফা ভূমিধসের কবলে পড়ে দ্বীপটি। বিকেল ৫টার দিকে হয় আরেক দফা।

ভূমিধসে ভাসিয়ে নিয়ে যায় বহু ঘরবাড়ি-স্থাপনা-গাড়ি। উপড়ে পড়ে গাছপালা। চারিদিকে আবর্জনা। কাদামাটির স্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া। ছয় ঘণ্টায় ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে দ্বীপের বিভিন্ন স্থানে। তাই ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। কয়েকদিন ধরেই নেপলস, ইসকিয়াসহ আশপাশের অঞ্চলে চলছে টানা বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গেলো বৃহস্পতিবারও মৃত্যু হয় দু’জনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply