Site icon Jamuna Television

পাবনায় ঋণখেলাপি মামলায় গ্রেফতার ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন মঞ্জুর

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীর ঋণখেলাপি মামলায় গ্রেফতারকৃত ১২ জনসহ ৩৭ জন কৃষকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শামসুজ্জামান আসামিদের জামিন মঞ্জুর করেন।

অভিযান চালিয়ে বাংলাদেশ সমবায় ব্যাংকের দায়ের করা ঋণখেলাপি মামলায় ৩৭ জন আসামির মধ্যে ১২ জন কৃষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। আজ সকালে ২৫ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক বাকি ২৫ জনের জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৬ সালে ৩৭ জন প্রান্তিক কৃষকের একটি গ্রুপকে বাংলাদেশ সমবায় ব্যাংক জন প্রতি ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। ঋণ খেলাপির দায়ে ২০২১ সালে ব্যাংকের পক্ষে তৎকালীন ম্যানেজার সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে ৩৭ জনের নামে মামলা দায়ের করেন।

ইউএইচ/

Exit mobile version