Site icon Jamuna Television

রুশ বাহিনী আরও হামলা চালাবে, জেলেনস্কির সতর্ক বার্তা

সম্প্রতি রুশ বাহিনী নতুন করে মিসাইল হামলা শুরু করতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এসময় তিনি প্রতিরক্ষা বাহিনী এবং নাগরিকদের প্রস্তুত থাকারও আহ্বান জানান। খবর রয়টার্সের।

রোববার (২৭ নভেম্বর) রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী সপ্তাহ আগের মতোই কঠিন বলে হুঁশিয়ারি দেন।

জেলেনস্কি বলেন, আমরা জানি সন্ত্রাসীরা আবার নতুন করে বিদ্যুৎ স্থাপনায় হামলা শুরু করার পরিকল্পনা করছে। তাদের কাছে যতক্ষণ মিসাইল আছে তারা করবেই। তবে আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত হচ্ছে। পুরো দেশ প্রস্তুত হচ্ছে।

এদিকে জেলেনস্কির দাবির পর মস্কোর তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version