আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। আরও ২৫ জন এখনো নিখোঁজ। রোববার (২৭ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন আঞ্চলিক গভর্নর। খবর এপির।
গভর্নর এক বিবৃতিতে জানান, দামাস এলাকায় ব্যাপক ভূমিধস হচ্ছিলো। যার প্রভাব পড়েছে ইয়া-ওন্দে অঞ্চলেও। স্থানীয় এক ব্যক্তির শেষকৃত্যের জন্য গিরিখাদে জড়ো হয়েছিলেন অনেকে। যা মূল সড়ক থেকে ৬৫ ফুট গভীরে। সেসময়ই ঘটে ভূমিধস। ভারি পাথর আর কাঁদামাটির নীচে চাপা পড়েন বহু মানুষ। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কর্তৃপক্ষের আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি।
রাতভর চলে তল্লাশি। আলোর স্বল্পতার কারণে ফ্ল্যাশলাইট ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরাও।
এটিএম/
Leave a reply