বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে পরাজয়ে অসন্তোষ, বেলজিয়ামে দাঙ্গা-সংঘাত

|

ফুটবল বিশ্বকাপে মরক্কোর কাছে পরাজয়ের পর অসন্তোষ ছড়িয়ে পড়ে বেলজিয়ামের বিভিন্ন শহরে। রোববার (২৭ নভেম্বর) আটক করা হয় বহু বিক্ষোভকারীকে। খবর রয়টার্সের।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ফুটবলপ্রেমীরা। ব্রাসেলসে হাফ টাইম থেকেই শুরু হয় গণ্ডগোল। প্রায় ৫০০ মানুষ চালায় তাণ্ডব। অসন্তোষ ছড়ায় নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম আর হেগ শহরেও। ক্ষুব্ধ দর্শকরা গাড়ি-বাসে ভাঙচুর চালায়, করে অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলে সংঘাত ছড়ায়। কেননা ফুটবল ভক্তদের হাতে ছিলো হকিস্টিক। এক সংবাদকর্মীকে পিটিয়ে আহতও করে তারা। পুলিশ সদস্যদের দিকেও ইটপাটকেল আর জ্বলন্ত জিনিসপত্র ছোড়ে ক্ষুব্ধ দর্শকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। বাধ্য হয়েই ধরপাকড়ের নির্দেশ দেন ব্রাসেলস মেয়র।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply