কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোড়ালির চোটের শিকার হয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিএসজির এ তারকাকে ছাড়া আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সেলসাওরা।
আর তাতে ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, কে খেলবেন নেইমারের জায়গায়। এমনিতেই ৯ জন ফরোয়ার্ড নিয়ে মরুর দেশে খেলতে এসেছেন তিতে। যে দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনদের মতো উঠতি তারকারা। যদিও নেইমারের বিকল্প তো খুঁজে পাওয়া নিশ্চয় দুষ্কর হবে তিতের জন্য।
ব্রাজিল দলে বাম উইংয়ে খেলতেন নেইমার। এই বিশ্বকাপেও যদি একই ভূমিকা খেলতেন তিনি, তাহলে সরাসরি বেশ কয়েকটা বিকল্প হাতে ছিল কোচ তিতের। তবে শেষ কিছু দিনে কোচ তাকে ব্যবহার করেছেন খানিকটা জটিল এক ভূমিকায়। নেইমারের বাম উইংয়ে পাঠিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রকে। আর নেইমারকে নামিয়ে এনেছেন খানিকটা নিচে, পিএসজি তারকাকে এখন দেখা যায় প্রতিপক্ষ বক্সের সামনে ‘জোন ১৪’ অঞ্চল থেকে লেফট হাফ স্পেসের আশেপাশে। যেখানে নেইমার গোলের সুযোগ সৃষ্টি করেন, গোলে সহায়তা করতে পারেন, আবার করতে পারেন গোলও। উইঙ্গার থেকে ভূমিকাটা হয়ে গেছে তার ‘ইনসাইড প্লেমেকার’এর।
এমন পরিস্থিতিতে ব্রাজিলের ভক্তদের জল্পনা-কল্পনার শেষে নেই, নেইমারের পরিবর্তে কে খেলতে পারেন তা নিয়ে। নেইমারের জায়গায় একাদশে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েজকে। কিন্তু রিয়াল মাদ্রিদে তাকে দেখা যায় বিপরীত পাশে, ডান উইংয়ে। ফলে বিশ্বকাপের মতো মঞ্চে তাকে দিয়ে এমন কিছু করানোর সিদ্ধান্ত না-ও নিতে পারেন তিতে। ফ্রেডের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। মাঝ মাঠে দলের হয়ে ফ্রেডের ভূমিকা থাকায় তার ওপরও আস্থা রাখতে পারেন তিতে।
শুধু নেইমার কেন, দানিলোরও বিকল্প খুঁজতে হবে তিতেকে। নেইমারের পাশাপাশি গ্রুপ পর্বে পাওয়া যাচ্ছে না এই ডিফেন্ডারকেও।
/এমএন
Leave a reply