সাতক্ষীরা প্রতিনিধি:
আওয়ামী লীগ ও বিএনপি দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগের লুটপাট দেখে বিএনপি ভাবছে সবই তো খেয়ে ফেলল; আমরা কী খাবো? তাই তারা লুটপাট করতে ক্ষমতায় যেতে চায়। দুই দলই ক্ষমতায় যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে।
সোমবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের দুর্নীতি-অনিয়মের সমালোচনা করে জাপা মহাসচিব বলেন, বড় বড় প্রকল্প, বড় বড় দুর্নীতি। এসবের কোনো হিসাব নেই। দুই দলের দুঃশাসন দেখে দেশের মানুষ এখন তৃতীয় পক্ষ খুঁজছে। আর সেই তৃতীয় পক্ষই হলো জাতীয় পার্টি।
নির্বাচন প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, বর্তমানে যে নির্বাচনী সিস্টেম চালু আছে, তাতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি নির্বাচনী সিস্টেম পরিবর্তন করতে হবে।
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) সাব্বির আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলন শেষে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি এবং আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলটির মহাসচিব।
এএআর/
Leave a reply