বিশ্বকাপের ২য় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে থাকবেন না, তা আগেই নিশ্চিত ছিল। কিন্তু এই ইনজুরি থেকে সেড়ে উঠতে মরিয়া নেইমার। দলের সাথে যোগ দিতে এতটাই মুখিয়ে আছেন এই ফরোয়ার্ড যে, যেদিন ইনজুরিতে পড়েছেন সেদিন থেকেই চেষ্টা করে যাচ্ছে রিকভারি করার।
সে লক্ষ্যে, সোমবার (২৮ নভেম্বর) দলের সাথে স্টেডিয়াম ৯৭৪’এ যাননি তিনি। হোটেলে থেকেই নিচ্ছেন চিকিৎসা। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলেছিল, ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিকভারি করতে কাজ করছেন নেইমার। এমনকি সুইজারল্যান্ডের ম্যাচের আগেই কীভাবে সুস্থ হওয়া যায় সেই চেষ্টাও করেছেন তিনি।
নেইমারের সাথে দানিলোকেও এই ম্যাচে দেখা যাচ্ছে না। কিন্তু দলের সাথে তিনি রয়েছেন স্টেডিয়ামে। নেইমারের পরিবর্তে ফ্রেড আর দানিলোর পরিবর্তে খেলছেন এডার মিলিতাও।
আরও পড়ুন: একাদশে দুই পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ব্রাজিল
Leave a reply