এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ঘানার বিপক্ষে ৩-২ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। কাতারে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল তাই প্রতিশোধ নেওয়ার মিশনে মাঠে নামবে রোনালদোরা। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই উরুগুয়ের কাছে।
কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও উরুগুয়ে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও উরুগুয়ে। যার মধ্যে একটি করে ম্যাচ জিতেছে দুই দল, আরেকটি ড্র। বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ে ও পর্তুগাল। প্রথম দেখায় ২-১ গোলে জিতেছিল উরুগুয়ে।
এই ম্যাচ জিতলেই রাউন্ড অব সিক্সটিনথ নিশ্চিত করবে রোনালদোর পর্তুগাল।
উরুগুয়ে একাদশ:
রোশেত (গোলরক্ষক), কোয়াতেস, গোদিন, গিমিনেজ, ভারেলা, ভালভার্দে, বেসিনো, বেনটানকুর, অলিভিয়ারা, নুনেজ, কাভানি।
পর্তুগাল একাদশ:
কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, ডিয়াস, পেপে, মেন্ডেস, ব্রুনো ফার্নান্দেস, নেভেস, কারভালহো, বার্নান্দো সিলভা, রোনালদো ও ফেলিক্স।
/আরআইএম
Leave a reply