প্রতিশোধ নেওয়ার ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ড্র রেখেছে পর্তুগাল। অন্যদিকে, বাঁচা-মরার ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি উরুগুয়েও।
কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও উরুগুয়ে। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রন রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে ফার্মান্দো সান্তোসের শীষ্যরা। ম্যাচের ৪ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার মেন্ডেসকে বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখে উরুগুয়েন মিডফিল্ডার বেনটানকুর।
ম্যাচের ৯ মিনিটে পর্তুগীজদের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। এর কিছুক্ষণ পড়েই বক্সের ঠিক বাইরেই ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিক থেকে নেওয়া রোনালদোর শট গোদিনের মাথায় লেগে বাইরে চলে যায়।
৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি মিস করেন উরুগুয়েন মিডফিল্ডার বেনটানকুর। ৩ পর্তুগীজ ডিফেন্ডার কাটিয়ে বল নিয়ে ছোত ডি বক্সের ভিতরে ঢুকে পড়েও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। পর্তুগীজ গোলরক্ষকের অসাধরণ সেভে বেঁচে যায় পর্তুগাল।
ঠিক তার ২ মিনিট পরেই আবারও সুযোগ পায় ল্যাতিন দলটি তবে, এবারেও ব্যর্থ বেনটানকুর। ম্যাচের ৪০ মিনিটে উরুর চোত পেয়ে মাঠ ছাড়েন পর্তুগাল ডিফেন্ডার মেন্ডেস। এর আগের ম্যাচে চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি। সম্ভবত বিশ্বকাপ মিশন শেষ তার!
এরপর আর গোল না হওয়ায় গোলশূন্য ড্র রেখে বিরতিতে যায় দুই দল।
/আরআইএম
Leave a reply