চীনে কোভিড বিধিনিষেধ বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত

চীনে কোভিড বিধিনিষেধ বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। প্ল্যাকার্ড-শ্লোগানে উঠে এসেছে রাজনৈতিক নানা ইস্যুও। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাজ্যের লন্ডনে চীনা দূতাবাসের সামনে প্রতিবাদ জানাতে জড়ো হয় বহু মানুষ। চীনের বিক্ষোভকারীদের দাবিতে সমর্থন জানান তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের সামনে মানবাধিকার কর্মীদের ডাকে বিক্ষোভ হয়েছে। উইঘুরদের প্রতি চীনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানান তারা। এ সময় যুক্তরাষ্ট্রের তরফ থেকে শক্ত পদক্ষেপের দাবি জানান তারা।

তুরস্কে বিক্ষোভ র‍্যালি আয়োজন করে দেশটিতে বসবাসরত উইঘুর গোষ্ঠী। ইস্তাম্বুলে চীনের কূটনৈতিক মিশনের সামনে তারা প্রতিবাদ জানান। জিনজিয়ান প্রদেশে চীন সরকারের কর্মকাণ্ডের নিন্দা জানান তারা।

এদিকে, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়েও হয়েছে বিক্ষোভ। প্রতীকী সাদা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান বাসিন্দারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply