কেরালায় নির্মাণাধীন ‘আদানি বন্দর প্রকল্প’ ঘিরে সহিংসতা, পুলিশসহ আহত ৮০

|

ভারতের কেরালায় নির্মাণাধীন ‘আদানি বন্দর প্রকল্প’ ঘিরে চলা বিক্ষোভ রূপ নিলো সহিংসতায়। এ ঘটনায় ৩৬ পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। নারী-শিশুসহ ৩ হাজার মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বন্দর নির্মাণের কাজ করছে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানি ‘আদানি পোর্টস অ্যান্ড SEZ’ লিমিটেড। যার বিরুদ্ধে ১০৫ দিন ধরে বিক্ষোভরত স্থানীয় জেলে সম্প্রদায়।

তাদের অভিযোগ, ৯০ কোটি মার্কিন ডলারের প্রকল্পে ধ্বংস হচ্ছে উপকূল, তাদের জীবন-জীবিকা। এমনকি নিজ ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছেন তারা। অবশ্য সব অভিযোগ অস্বীকার করছে আদানি গ্রুপ।

এ ঘটনার জেরে রোববার রাতে স্থানীয় থানা ঘেরাও করেন ক্ষুব্ধ মানুষ। সেসময় পুরানো মামলায় আটক কয়েকজনকে ছাড়িয়ে নিতে চান তারা। এ সময় পুলিশ বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ৯০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ভিঝিনজাম এলাকায় বন্দর নির্মাণের চুক্তি করে আদানি পোর্টস। ২০২৩ সালের সেপ্টেম্বরে এটি চালু হওয়ার কথা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply