শিয়াল থেকে মুরগি রক্ষায় খামারে বিদ্যুৎ সংযোগ, স্বামী-স্ত্রীর মৃত্যু

|

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুই জনের মৃত্যু হয়েছে। মুরগীর খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- রাংতা গ্রামের আব্দুল আজিজের ছেলে মজিবর রহমান (৫০) এবং তার স্ত্রী কারিমা খাতুন (৪২)।

রাংতা গ্রামের নিহতদের প্রতিবেশী মর্জিনা খাতুন, আঃ খালেকসহ বেশ ক’জন স্থানীয় ব্যক্তি জানায়, শিয়ালের হাত থেকে মুরগী রক্ষার জন্য খামারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন আঃ আজিজ দম্পত্তি। মঙ্গলবার ভোরের কোন এক সময়ে তারা দু’জনে খামারে কাজ করতে গেলে অসাবধনতা বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা খামার থেকে লাশ উদ্ধার করে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন ঘটনাাস্থল পরিদর্শন শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এটি একটি দুর্ঘটনা। তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply