Site icon Jamuna Television

বিক্ষোভের মুখে চীনের ৩ শহরে করোনা বিধিনিষেধ শিথিল

বিক্ষোভের মুখে গুয়াংঝু শহরে করোনা বিধিনিষেধ শিথিল করলো চীন সরকার। বুধবার (৩০ নভেম্বর) শহরের অর্ধেক এলাকা থেকে তুলে নেয়া হয় বিধিনিষেধ। খবর রয়টার্সের।

গণহারে নমুনা পরীক্ষা বন্ধ ও আক্রান্তের সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইনের নিয়মে আনা হয়েছে শিথিলতা। একদিন আগেই দক্ষিণাঞ্চলীয় শহরটিতে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। তবে আন্দোলনকারীদের দাবির মুখে বিধিনিষেধ শিথিল হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

এছাড়া, কড়াকড়ি কমানো হয়েছে চংকিং ও ঝেংজৌ শহরেও। চংকিংয়ে কিছু শর্তে মানতে হবে না কোয়ারেন্টাইনের বিধি। ঝেংজৌ শহরে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া হয়েছে। তবে সাংহাই, বেইজিংয়ের মতো বড় শহরগুলোয় এখনও আছে বিধিনিষেধ। প্রতিবাদে অব্যাহত রয়েছে বিক্ষোভ। ঠেকাতে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী, এমন অভিযোগ আন্দোলনকারীদের।

/এমএন

Exit mobile version