ইলন মাস্ককে এক হাত নিলেন জেলেনস্কি

|

ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন বন্ধে মার্কিন ধনকুবের ইলন মাস্কের আলোচনা প্রস্তাবের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি টেসলা প্রধানকে সেখানে গিয়ে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন। খবর এএফপির।

বুধবার (৩০ নভেম্বর) দ্য নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে জেলেনস্কি ইলন মাস্কের আলোচনার প্রস্তাবকে উপহাস করে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, আমার মনে হয় হয়তো তিনি কোনোভাবে কারও দ্বারা প্রভাবিত হয়ে এ প্রস্তাব দিয়েছেন।

ইলন মাস্কের ওপর ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনী এখানে কী করেছে, যদি তা আপনি বুঝতে চান, তবে এখানে আসুন আর নিজ চোখে দেখে যান। তারপর বলবেন, কে এই যুদ্ধ শুরু করেছে এবং কীভাবে তা শেষ করা যাবে।

প্রসঙ্গত, গেলো অক্টোবর মাসে ইলন মাস্ক টুটারে মস্কো-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে পুনরায় গণভোট চালানো, ক্রাইমিয়ান উপদ্বীপে রুশ সার্বভৌমত্বকে স্বীকার করে একটি শান্তি প্রস্তাব দিয়েছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply