জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত ২

|

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের পর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত ৭২ ঘণ্টায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো আটজনে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত দুই ব্যক্তি হলেন- নাঈম জামাল আল-জুবাইদি (২৭) এবং মোহাম্মদ আয়মান আল-সাদি (২৬)। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতারের জন্য জেনিন এলাকায় অভিযান চলাকালে সেনারা গুলি চালায় এবং তারাও পাল্টা গুলি করে।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি তাদের নেতা ছিলেন। ফিলিস্তিনি জনতা তাদের লাশ ইবনে সিনা হাসপাতাল থেকে শরণার্থী শিবিরের রাস্তায় নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি উপদল জেনিনে ধর্মঘটের ডাক দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ইসরায়েলি বাহিনীর হাতে ইতোমধ্যে ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply