পাকিস্তানিদের পিষ্ট করে ৪ ইংলিশ ব্যাটারের সেঞ্চুরিতে ‘বিশ্বরেকর্ড’

|

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম দিনে ৪ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। টপ অর্ডারের ব্যাটার জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপের পর ইংলিশদের হয়ে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। আর তাতেই ইতিহাস গড়েন ইংলিশ ব্যাটাররা। এর আগে প্রথম দিনে ৫০৬ রান তুলে ১১২ বছরের বিশ্বরেকর্ড ভেঙে নিজেদের দখলে নেন ইংলিশরা।

ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট শুরু থেকেই ঝড় তোলেন। ওপেনিং পার্টনারশিপে ক্রলি-ডাকেট ৩৫.৪ ওভারে করেন ২৩৩ রান। কয়েক দিন আগে মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা, সেই ঢঙেই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে খেললেন বেন স্টোকসরা। পাকিস্তানি বোলারদের পিষ্ট করে রাউলপিন্ডিতে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ইংলিশ ক্রিকেটাররা।

বেন ডাকেট ১১০ বলে ১০৭ ও জ্যাক ক্রলি ১১১ বলে ১২২ রান করে আউট হন। এরপর তিনে নেমে ওলি পোপ ১০৪ বলে ১০৮ রানে আউট হন। পাঁচে নেমে হ্যারি ব্রুকও ৮১ বলে সেঞ্চুরি করেন। বেন স্টোকস আছেন টি-টেন মেজাজে, ইংলিশ অধিনায়ক অপরাজিত আছেন ১৫ বলে ৩৪ রান করে ।

হ্যারি ব্রুক

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনে ইংল্যান্ডের ব্যাটাররা যে ঝড় তুললেন তা এক কথায় অবিশ্বাস্য। টি-টোয়েন্টির স্টাইলে টেস্ট খেলে পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে বেন স্টোকসরা করলেন ৪ উইকেটে ৫০৬ রান। গড়লেন টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড।

অলি পোপ

আলোকস্বল্পতার কারণে ১৫ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। পূর্ণ ৯০ ওভার খেলা হলে কোথায় গিয়ে থামতো ইংলিশদের ইনিংস সেটা আর বলার অপেক্ষা রাখে না।

প্রথম দিনের শেষে স্কোরবোর্ড
ইংল্যান্ড: ৫০৬/৪
জ্যাক ক্রলি: ১২২ (১১১)
বেন ডাকেট: ১০৭ (১১০)
অলি পোপ: ১০৮ (১০৪)
জো রুট: ২৩ (৩১)
হ্যারি ব্রুক: ১০১ অপরাজিত (৮১)
বেন স্টোকস: ৩৪ অপরাজিত (১৫)

পাকিস্তানের জাহিদ মাহমুদ ১৬০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হারিস রউফ ৭৮ রান দিয়ে ১ উইকেট এবং মোহাম্মদ আলি ১ উইকেট নিয়েছেন ৯৬ রান দিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply