রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাথে এ বিষয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রাষ্ট্রীয় সফরকালে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন জানান, এখনই পুতিনের সাথে যোগাযোগ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে তিনি আলোচনার পথ খোলা রেখেছেন।
বাইডেন বলেন, পুতিন যুদ্ধের ইতি টানতে চাইলে আমি এবং আমার ন্যাটো সদস্যভুক্ত মিত্ররা তার সাথে বসবো এবং জানবো তিনি কী চান। তবে তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি তা চান না। তিনি যা করছেন তা এক ধরনের অসুস্থতা।
বাইডেন আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রাথমিকভাবে যে হিসাব করেছিলেন তা একে একে ভুল প্রমানিত হচ্ছে।
এদিকে সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তিনি পুতিনের সাথে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাবেন।
এটিএম/
Leave a reply