আফগানিস্তানে নিষিদ্ধ ভয়েজ অব আমেরিকার সম্প্রচার

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার রেডিও সম্প্রচার এবং রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে শাসকদল তালেবান। পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার ও সাংবাদিকতার নীতি অনুসরণ না করায় দেশটিতে এ দুটি সংবাদমাধ্যমের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ ঘোষণা করেছে তালেবান। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তালেবানের পক্ষ থেকে আসে এ ঘোষণা। একটি টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তালেবান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্প্রচার বিষয়ক মন্ত্রী আব্দুল হক হাম্মাদ।

জানা গেছে, রেডিও লিবার্টির সম্প্রচার আফগানিস্তানের ১৩টি প্রদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ১ ডিসেম্বর ভয়েজ অব আমেরিকার সম্প্রচারের ওপরও নিষেধাজ্ঞা প্রদান করেছে তালেবান প্রশাসন। তবে আফগানিস্তান থেকে সম্প্রচার হওয়া বাকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, তালেবানের পূর্ববর্তী প্রশাসনের আমলে দেশটিতে মোট ৫৪৭টি গণমাধ্যম চালু ছিল। তবে গত বছর ক্ষমতা দখলের পর এগুলোর মধ্যে ২১৯টিই বন্ধ করে দিয়েছে তালেবান শাসক গোষ্ঠী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply