সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২ ডিসেম্বর)। সম্মেলনজুড়েই ছিল বিশৃঙ্খলা। ছাত্রলীগ নেতারাও দীর্ঘ বক্তব্য রাখেন সম্মেলনে। এতে এক পর্যায়ে অতিথির চেয়ার ছেড়ে চলে যান জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম এবং আব্দুর রহমান। সার্বিক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদেরও।
শুক্রবার সম্মেলন সকাল দশটায় শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের কার্যক্রম শুরু হয় সাড়ে এগারোটার পর। সম্মেলনের বিভিন্ন পর্যায়েই বিশৃঙ্খলার ছাপ ছিল লক্ষ্যণীয়। এ সময় ছাত্রলীগ নেতাদের দীর্ঘ বক্তব্যের কারণে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা মাইক ধরলে ছাড়েন না। পরে যে আরও মানুষ বলবে এটা খেয়াল থাকে না। আজকে জুম্মার দিন এটাও খেয়াল থাকে না?
এ সময় উত্তেজিত হয়ে ওবায়দুল কাদের বলেন, এই ছাত্রলীগ আমরা চাই না। সুশৃঙ্খল করুন, সুসংগঠিত করুন। কথা শুনবে না, এই ছাত্রলীগ আমাদের দরকার নেই।
ওবায়দুল কাদেরের বক্তব্য শুরুর পরই একই সাথে মঞ্চ ত্যাগ করেন জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম এবং আব্দুর রহমান।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এসজেড/
Leave a reply