২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই দেখা যাবে পেনাল্টি শুটআউট। যেখানে কোনো ম্যাচ ড্র হলে পেনাল্টির সুযোগ পাবে দলগুলো। পেনালটিতে জয়ী দলগুলো পাবে বোনাস পয়েন্ট। যেটি সাহায্য করবে পরের রাউন্ডে উঠতে।
ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা আর উন্মাদনা। এই আসরকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি ৪ বছর পর পরই নতুন সব টেকনোলজি ও নিয়ম কানুন তৈরি করে ফিফা। এবছরও তার ব্যতিক্রম ছিল না। ভিএআর প্রযুক্তিতে অফসাইড গোল নির্ণয় বেশ উত্তেজনা সৃষ্টি করেছে ফুটবলপ্রেমীদের মাঝে।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন এক নিয়ম তৈরি করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন আছে, গ্রুপ পর্বে ড্র হওয়া ম্যাচগুলোতে দেখা মিলতে পারে পেনাল্টি শুটআউটের। এতে জয়ী দল অতিরিক্ত একটি বোনাস পয়েন্টও পাবে। যেটি তাদের পরের রাউন্ডে উঠতে সাহায্য করবে।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্যা অ্যাথলেটিক বলছে, এমন নিয়মে কপাল পুড়তে পারে গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলটির। এদিকে ফিফার টেকনিক্যাল ডেভলপমেন্ট কমিটির প্রধান মার্কো ভ্যান বাস্তন জানিয়েছেন, গ্রপ পর্বে পেনাল্টি রাখার একটি অপশন রয়েছে তাদের কাছে। যা বাস্তবায়ন করতে চান আগামী ফিফা ওয়ার্ল্ডকাপ থেকেই।
ফিফার আগামী আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেখানে প্রথমবারের মতো ৩২-এর বদলে সুযোগ পেতে পারে ৪৮ দল। ৪ দলের পরিবর্তে ৩ দল নিয়ে অনুষ্ঠিত হতে পারে গ্রুপ পর্ব।
ইউএইচ/
Leave a reply