রাওয়ালপিন্ডি টেস্টে দু’দিনে হলো ৮৩৮ রান

|

পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনে রেকর্ড গড়া ৫০৬ রান ওঠার পর দ্বিতীয় দিনেও বোলারদের পুরোপুরি হতাশ করলো। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৫৭ রান করার পর পাকিস্তান দিনের শেষে বিনা উইকেটে করেছে ১৮১ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১০১ ওভারে। বেন স্টোকসদের প্রথম ইনিংসে রান রেট ছিল ৬.৫০।

দ্বিতীয় দিনের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন হ্যারি ব্রুকস ও বেন স্টোকস। তবে মাত্র তিনটি বল খেলেই ৪১ রানে নাসিম শাহ’র শিকার হন ইংলিশ অধিনায়ক। ইনিংসে সর্বোচ্চ ১৫৩ রান আসে ব্রুকসের ব্যাট থেকে, তবে তিনিও আউট হন নাসিমের বলে। অভিষেক হওয়া দুই ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে সাজ ঘরের পথ দেখান নাসিম, আরেক ক্রিকেটার উইল জ্যাকসকে থামান পাকিস্তানের অভিষিক্ত বোলার মোহাম্মদ আলী। এরপর নাসিম তিনটি ও জাহিদ হাসানের ৪ উইকেটে ইংল্যান্ডকে ৬৫৭ রানে বেধে দেয় পাকিস্তান।

জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫১ ওভার খেলেছে। ইংল্যান্ডের বোলাররা অনেক চেষ্টা করেও সারাদিনে একটা উইকেটও পাননি। দুই পাক ওপেনার আব্দুলাহ শফিক ও ইমাম উল হক সেঞ্চুরির দোরগড়ায় দাঁড়িয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে অপরাজিত অবস্থায় প্যাভিলিয়নে ফিরেছেন। শফিক ৮৯ ও ইমাম ৯০ রানে ব্যাট করছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply