পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য জয়ের কোনো বিকল্প নেই এমন সমীকরণে মাঠে নেমেই পাঁচ মিনিটেই গোল হজম করে দ.কোরিয়া। রিকার্ডো হর্তার গোলে লিড নেয় পর্তুগাল।
তারপরেই দেখা যায় দ.কোরিয়ার আক্রমণ। একের পর এক আক্রমণে পর্তুগালের ডিফেন্স লাইনে ফাটল ধরাতে থাকে দ.কোরিয়া। পরে ম্যাচের ২৭ মিনিটেই সেই ফাটল গলিয়ে কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণের দেখা পায় দ.কোরিয়া।
কিম গন ইয়ং কর্নার থেকে দারুণ গোল করে দলকে সমতায় আনেন। খেলার প্রথমার্ধ শেষে ১-১ সমতায় দুই দল।
পর্তুগালের একাদশ: কস্তা (গোলরক্ষক), ডিওগো দালোত, দিয়াস, পেপে, গেহেইরো, নেভেস, সিলভা, ফার্নান্দেজ, রোনালদো, রামোস, ফেলিক্স।
দ.কোরিয়ার একাদশ: কিম সেউং-গিউ (গোলরক্ষক), কিম জিনসু, কিম মিনজে, কিম মুনহওয়ান, কিম ইয়ংগওন, জং উইয়ং, হাওয়াং ইনবিওম, সন হিউন মিন, চাংহুন, জিওং উওইয়ং, চো গুয়েসুং।
Leave a reply