ঘানাকে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। ২০ বছর পর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় উরুগুয়ে।
পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। যার ফলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় ঘটলো উরুগুয়ের। ‘এইচ’ গ্রুপ থেকে পর্তুগালের সাথে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দ.কোরিয়া।
পর্তুগালের বিপক্ষে কোরিয়ার ২-১ গোলে এগিয়ে থাকার খবর তখন পৌঁছে যায় সুয়ারেজদের কানে। তখনো ম্যাচের ২-৩ মিনিট বাকি। এরপর স্টপেজ টাইম দেয়া হয় আরও ৮ মিনিট।
ডিবক্সের বাইরে থেকে একটা ফ্রি কিকও পায় উরুগুয়ে। কিন্তু সে সুযোগও কাজে লাগাতে পারে না উরুগুয়ে।
আর একটি গোল দিতে পারলেই পয়েন্ট টেবিলটা পাল্টে যেতো। তখন গোল ব্যবধানে দ.কোরিয়াকে পেছনে ফেলে নকআউট পর্ব নিশ্চিত হতো উরুগুয়ের। গোল ব্যবধানে এগিয়ে থাকায় উরুগুয়ের সাথে সমান পয়েন্ট থাকলেও ১২ বছর পর নক আউট পর্ব নিশ্চিত করলো দ.কোরিয়া।
/এনএএস
Leave a reply