কুষ্টিয়া ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। দাবি করা হচ্ছে তারা মাদক কারবারী ও ডাকাত দলের সদস্য।
র্যাব-১২’র ভাষ্য, মাদকের চালান হাতবদল হচ্ছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কাটদহর চরে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। র্যাব পাল্টা গুলি করলে আহত হয় ফটু ও মুন্না নামে দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আহত দুই র্যাব সদস্যকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
এদিকে মঙ্গলবার লক্ষ্মীপুর সদরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে সোহেল রানা নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রাতে তাকে নিয়ে রায়পুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সোহলকে ছিনিয়ে নিতে গুলি করে তার সহযোগীরা। পুলিশ পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয় সে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে। সোহেলে বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply