নকআউট পর্বে কে কার প্রতিপক্ষ

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে শেষ হলো গ্রুপ পর্বের খেলা। নকআউট পর্বে উঠেছে ১৬ টি দল। গ্রুপ পর্বের ১৩ দিনের লড়াই শেষে কোনো বিরতি ছাড়াই শনিবার থেকে শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের খেলা।

ফেভারিট জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ের মতো বড় দলগুলো ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই। বিপরীতে চমক দেখিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেয় জাপান, দক্ষিণ কোরিয়া, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া।

শনিবার শুরু হবে নকআউট পর্বের খেলা ;

৩ই ডিসেম্বর:

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র (রাত ৯ টায়)

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (রাত ১ টায়)

৪ই ডিসেম্বর:

ফ্রান্স বনাম পোল্যান্ড (রাত ৯ টায়)

ইংল্যান্ড বনাম সেনেগাল (রাত ১ টায়)

৫ই ডিসেম্বর:

জাপান বনাম ক্রোয়েশিয়া (রাত ৯ টায়)

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া (রাত ১ টায়)

৬ই ডিসেম্বর:

স্পেন বনাম মরোক্কো (রাত ৯ টায়)

পর্তুগাল বনাম সুইজারল্যান্ডের (রাত ১ টায়)

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply