‘সমুদ্রে মাদক চোরাচালান ও অপরাধ ঠেকাতে কোস্টগার্ড কাজ করেছে’

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ফাইল ছবি

সমুদ্রে মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে কোস্টগার্ডের ‘হেড অফ এশিয়ান কোস্ট গার্ড এজেন্সি’র বৈঠকে তিনি একথা বলেন।

এ সময় ব্লু ইকোনমির গুরুত্ব অনুধাবন করে এই অঞ্চলের সমুদ্রসীমার নিরাপত্তায় কোস্টগার্ড তৎপর রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নিরাপদ মেরিটাইম পরিবেশের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কোস্টগার্ডের দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে ভারত, চীন, অস্ট্রেলিয়াসহ ১৮টি দেশের ৪১ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply