মিয়ানমারের নাগরিকদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ আদেশ জারি করে।
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমারের ওপর আরোপ করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা। ঘোষণা অনুযায়ী মিয়ানমারের শ্রম, অভিবাসন, জনসংখ্যা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক ও তার থেকে ঊর্ধতন পদের কর্মকর্তাদের মার্কিন বি ওয়ান এবং বি টু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। এ ব্যাপারে মিয়ানমার সরকার সহযোগিতা না করলে নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ভিসা বিষয়ক এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে লাওসের নামও।
Leave a reply