‘চলতি বছরে দক্ষিণ সুদানে সামরিক বাহিনীর হাতে ২৩২ জন নিহত’

|

চলতি বছর দক্ষিণ সুদানে সরকারি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ২৩২ জন বেসামরিক নাগরিক। ধর্ষণের শিকার হয়েছে ১২০ জন নারী। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে বিরোধী অধ্যুষিত মায়েনডিট এবং লির অঞ্চলের প্রায় ৪০টি গ্রামে চালানো হয় এই হামলা। কেবল গুলিবর্ষণেই ক্ষান্ত দেয়নি, গাছে ঝুলিয়ে, আগুনে পুড়িয়ে হত্যাসহ নানা নিষ্ঠুরতাও প্রদর্শন করে দেশটির সেনারা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান জেইদ রা’আদ আল হুসেইন বলেন, সেনারা মূলত টার্গেট করতো বয়স্ক, প্রতিবন্ধী এবং শিশুদের। দেশটির সরকারকে বেসামরিক নাগরিকদের প্রতি এ ধরণের হামলা বন্ধের আহবান জানান তিনি।

অবশ্য এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দক্ষিণ সুদান। প্রায় সাড়ে চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার এ দেশটি।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply