প্রথমবারের মতো ইরানে চলমান হিজাব আন্দোলনে প্রাণহানির সংখ্যা প্রকাশ করলো দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, সেপ্টেম্বর থেকে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিক্ষোভ-সহিংসতায়। খবর রয়টার্সের।
শনিবার (৩ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা কাউন্সিল প্রকাশ করে হতাহতের তথ্য। কারণ হিসেবে উল্লেখ করা হয় দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা। ইরান সরকারের প্রতিবেদনে বিক্ষোভে উস্কানির পেছনে দায়ী করা হয় বিভিন্ন বিদেশি গ্রুপকে।
এর আগে ইরান রেভল্যুশনারি গার্ডস-আইআরজিসি’র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, চলমান বিক্ষোভে ৩ শতাধিক মানুষ শহীদ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চলমান বিক্ষোভে ইরানে প্রাণহানি ৪শ’য়ের ওপর। গত ১৬ সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটক তরুণী মাহশা আমিনির মৃত্যু হয় পুলিশি হেফাজতে। এরপরই তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। সংহতি জানায় বিভিন্ন দেশের মানুষ।
এটিএম/
Leave a reply