Site icon Jamuna Television

উদ্ধার পাওয়া কিশোর ফুটবলারদের জয় উৎসর্গ পগবার

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সেটি থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া কিশোর ফুটবলারদের উৎসর্গ করেছেন ফ্রান্সের মাঝ মাঠের কাণ্ডারি পল পগবা।

বেশ ক’দিন ধরেই সারা বিশ্বের চোখ ছিল থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় যেখানে ১৭ দিন আটকে ছিল ১২ কিশোর ফুটবলার। শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করে এনেছেন থাই নেভি সিলের ডুবুরিরা। এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছ সারা বিশ্বের সংবেদনশীল মানুষ। রাশিয়া বিশ্বকাপেও তার প্রভাব পড়েছে। উদ্ধার অভিযান চলাকালেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই খুদে ফুটবলারদের বিশ্বকাপের ফাইনাল দেখার নিমন্ত্রণ করেছিলেন। যদিও স্বাস্থ্যগত কারণে সেটি আর সম্ভব হচ্ছে না। আর পল পগবা বেলজিয়ামের বিপক্ষে পাওয়া জয় উৎসর্গ করেছেন এই কিশোর ফুটবলারদের।

উচ্ছ্বসিত পগবা তার টুইটারে লিখেছেন, এই জয় উৎসর্গ করছি দিনের নায়কদের জন্য। ওয়েল ডান। তোমরা ভীষণ দৃঢ়চেতা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version